সালাহ্উদ্দিন শুভ,মৌলভীবাজার প্রতিনিধিঃ অনেকটা জীবনের শংকা নিয়ে প্রতিদিন স্বল্প ভিজিট বা গরীব রোগীদের জন্য অর্ধ ভিজিটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কস্থ ‘রানী মেডিকেল হল’ এ নিয়মিত রোগী দেখছেন ডা: পিন্টু দেবনাথ।
যাহা এই মূহুর্তে সকলের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। (personal protective equipment) পিপিই পরিধান সহ নিজের পর্যাপ্ত সেফটির পাশাপাশি আগত রোগীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক সেচ্ছাসেবক সহ তিনি নিজেও রোগীদের স্বাস্থ্য সচেতনতার দিকে তীক্ষ্ণ নজর রেখে উনার স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছেন। যাহা বর্তমান সময়ের জন্য অনেকাংশে দূর্লভ। আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন পর্যায়ের নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সবার জন্য যাহা অনেক আনন্দের সংবাদ।
সকল ডাক্তারবৃন্দের জন্য গ্রামাঞ্চলের সাধারণ রোগীরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান উনারা যেন এইভাবে মহানুভবতার পরিচয় দিয়ে যেতে পারেন।
ডা: পিন্টু দেবনাথ বলেন, দেশের এই মহাদুর্যোগের সময়ে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়া আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। আমার এই সেবাদান অব্যাহত থাকবে।
Post Views:
৯০৯