গাজীপুরে বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মোঃ সাহা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাহা গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। গত ২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে শিরিরচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, গত ১৭ জানুয়ারি গেজেটভুক্ত বনভূমিতে নির্মাণ কাজের খবর পেয়ে বাধা দিলে সাহা ও তার সহযোগীরা তাদের ওপর হামলা করে। এতে বনপ্রহরী সুভাষ চন্দ্র দাস ও নিজাম উদ্দিন আকনসহ তিনজন আহত হন। পরে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিট কর্মকর্তা নাজিম উদ্দিন বাদী হয়ে ওই দিনই জয়দেবপুর থানায় একটি মামলা করেন। মামলা নং-১৯ সেই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। গত শুক্রবার দুপুরে আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views:
৩৮৫