এস এম জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলা পরিষদের বেসিক কম্পিউটার প্রশিক্ষন-২০১৮-২০১৯ এর ৭তম থেকে ১২তম ব্যাচ এর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পরিষদ প্রশিক্ষন কেন্দ্রে জমকালো আয়োজনের মাধ্যমে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে প্রশিক্ষণার্থী হরেক রকমের শীতের পিঠার পসরা সাজায়। জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আসরাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ গাজীপুরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ জামিল আহাম্মদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোকশেদ আলম ও দিলরুবা ফৌজিয়া, গাজীপুর সিটি করপোরেশন এরিয়া থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, রাজাবাড়ী,প্রহলাদপুর ও গোসিংগা ইউনিয়ন থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল, শ্রীপুর উপজেলা থেকে জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা খন্দকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল হোসেন, জেলা পরিষদের অর্থ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদের আইটি ইঞ্জিনিয়ার ও কম্পিউটার প্রশিক্ষন মোঃ সোহেল রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সিএ প্রাবন সহ জেলা পরিষদের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী বৃন্দ।।
Post Views:
৫৩৯