মানিক মিয়া, সদর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পেনট্যাক্স মোড় এলাকায় পুনরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৬ জানুয়ারী (বুধবার)গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে, অবৈধ গ্যাস সংযোগকারীদের মূল হোতা হযরত আলীকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয় ও পাঁচ শত বাড়ির প্রায় এক হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদ জানান,যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
এসময় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানির কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Post Views:
২৮৯