গাজীপুর প্রতিনিধি:
চলমান সময়ে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে। আর এই সুযোগে প্রতারকরা বিভিন্ন কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ফন্দি আঁটে।
অপহরণকারীদের হাত থেকে বিভিন্ন কৌশলে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী প্রতারককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। ওই প্রতারক কুমিল্লা সদর দক্ষিন থানার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম।
গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা এক অপহরণ মামলার অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মামলার এজাহার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক এসআই সাদিকুর রহমান এর তথ্য মতে জানা যায়, রানু বেগমের জয়দেবপুর থানায় দায়ের করা মামলা নং-১৭ (১৭/০১/২১ইং) সূত্রে তার স্বামী ফয়সাল আহমেদ (৪৫) চাকরির খোঁজে পূর্ব পরিচিত নারায়ণগঞ্জ এলাকায় বসবাসরত জাহাঙ্গীরের কাছে যান। রানুর মোবাইল ফোনে অচেনা নাম্বার থেকে ফোন করে অপহরণকারী পরিচয় দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণের টাকা না দিলে ফয়সালকে খুন করার হুমকি দেয়।
উল্লেখ্য যে, প্রতারক জাহাঙ্গীর আলম বিরুদ্ধে চট্রগ্রামের কোতোয়ালি থানায় ইতিপূর্বেও মাদক মামলায় (২১/৪৩১) গ্রেফতার হয়েছিলো।
জয়দেবপুর থানার ওসি মামুনুর রশিদ মুঠোফোনে জানান,আসামীকে গ্রেফতার করে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views:
২৬৪