মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাদেশের ন্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম কর্মসূচি হিসেবে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ, প্রতিষ্ঠাতা ও ম্যেনেজিং কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষার নিবেদিত প্রাণ, সফল ব্যাক্তিত্ব, সমাজ সেবক, শিক্ষা অনুরাগি, বিশিষ্ট শিল্পপতি, ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গোলাম ফারুক হুমায়ুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডেইরি ফারমার্স এসোসিয়েশন,সাধারণ সম্পাদক ফরহাদ হাসান তুহিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-অত্র কলেজের অধ্যক্ষ মোদাস্সের হোসেন দুলাল, উপাধ্যক্ষ উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি গোলাম ফারুক হুমায়ুন কবির বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিৎ।’
পুষ্পস্তবক অর্পণ করার পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়েছে। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মো. আবুল কাশেম।
Post Views:
১২৯