প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ১১:০৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
Post Views: ৪৮৮
এস এম জহিরুল ইসলাম,গাজীপুর:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬নং বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন মোড়ল।
তিনি উপজেলার বরমী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সাহাব উদ্দিন বিএসসি’র সন্তান। ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।
বরমী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চলছে জোরেশোরে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন মোড়ল বলেন, গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির দিকনির্দেশনায় বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো।আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।