লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ-২০২০ উদযাপন উপলক্ষ্যে, চলমান মহামারি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গত কাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান চলচ্চিত্র ইউনিট এ কার্যক্রম পরিচালনা করে। রায়পুর বাজারের প্রাইম ব্যাংকের সামনে প্রজেক্টরের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী হয়।
প্রদর্শনীতে করনা ভাইরাস থেকে রক্ষা করার মতো বিভিন্ন বিজ্ঞাপন চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা রায়পুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বকুল চৌধুরীর সহোদর মোঃ মাহেনূর চৌধুরী মানু।
উক্ত প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন মোঃ আনোয়ার হোসেন জুয়েল মৃধা, মোঃ বাবুল পাটোয়ারী, মোঃ ইসমাইল, রায়পুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আলমগীর ও মোঃ আহসান সর্দার প্রমূখ।
Post Views:
৪৫১