গাজীপুরের শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত।
শুক্রবার (২১ জুন) গত রাত ৩.১৫ মিনিটের দিকে এ বন্দুকযুদ্ধ হয়। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
নিহত ডাকাতের নাম বাবুল মিয়া (৩৫), সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার ডোমবাড়ী চালা এলাকায় র্যাবের অভিযানে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন বাবুল ডাকাত। পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল গুলি ও প্রায় ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, বন্দুক যুদ্ধে নিহত ওই যুবক এলাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘ দিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় নানা প্রকার সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজী, প্রতারণা, টেন্ডারবাজী, খুন জখম, ধর্ষণ, হাত-পা কাঁটাসহ বিভিন্ন সময় নানা অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল।
বর্তমানে তার নামে গাজীপুরের বিভিন্ন থানায় ধর্ষণ, খুন, অস্ত্র, মাদক মামলাসহ অন্যান্য সর্বমোট ২৪ টি মামলা রয়েছে, যার মধ্যে সে একাধিক ধর্ষণ মামলাসহ অনেক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী।