এস এম জহিরুল ইসলাম গাজীপুর:
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে শনিবার ভোররাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, কাজী ফার্ম লিমিটেডের ব্যবসা সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন কারখানার জুট ব্যবসাকে নিয়ে দ্বন্দ্ব চলছিল।
জুট ব্যবসার ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্ধের জেরে ক্ষমতাসীন দলের ৬জনকে শ্রীপুর থেকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। তারা প্রত্যেকই আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মী।
ডিবি পুলিশের হাতে আটককৃতরা হলেন,
শ্রীপুর থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাই বেপারী, গাজীপুর জেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল, যুবলীগের জুয়েল, জাহাঙ্গীর, ফেরদৌস মীর ও আরিফ মন্ডল। আটককৃত সবাই কাওরাইদ ইউনিয়নের বাসিন্দা।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি মিটিং আছে বলে মুঠোফোনে জানান।
Post Views:
৩,১৯৭