এস এম জহিরুল ইসলাম গাজীপুর:
কিশোর-কিশোরীদের শারীরিক-মানসিক আচরণগত পরিবর্তন, কৈশোরকালীন পুষ্টি, রক্তস্বল্পতা, অপুষ্টি প্রতিরোধ ও প্রতিকার, কৈশোর বয়সে গর্ভধারণের কুফল এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফের সহযোগিতায় বিশেষ স্বাস্থ্য সেবা বিষয়ে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় টেংরা আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কৈশোরকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধান, সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপ-পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুর আলম, তেলিহাটি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মকবুল হোসাইন, তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার তানিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনার (ইউএফপিএ) হোসনে আরা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সদস্য, সাংবাদিক মোক্তার হোসেন, দৈনিক সবুজ নিশান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদেক মিয়া, দৈনিক নবচেতনা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম প্রমুখ।
Post Views:
৭৮৪