গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে যএতএ হিসু করার কারণে আশেপাশের দুর্গন্ধ সৃষ্টি হয়। যার ফলে পথচারী হাঁটা এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এই জায়গা দিয়ে চলাচল করা সম্ভব হয়না।
শ্রীপুর বিডি ক্লিনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সুন্দর পরিবেশ সুস্থ সমাজের লক্ষ্যে ফ্লাইওভারের নিচের ময়লা পরিষ্কার করেছে বিডি ক্লিন এর সদস্যরা।
যত্রতত্র করলে হিসু, সবাই তোমায় বলবে শিশু! এই স্লোগান কে সামনে রেখে এর যাত্রা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিনের সদস্য হাসিব মাহমুদ, তানিম, মোকছেদুল হক, সেলিম সাকের মামুন, ,ইলিয়াস শরীফ শাহীন, তামান্না,রাত্রী,কবির কিরণ,মুর্শেদ আলম,তুহিন,ইমরান নাজীর,আজিজুল প্রমুখ।
Post Views:
৬৫০