এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার [২৫ নভেম্বর] সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পৌর এলাকার উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মফিজ উদ্দিনের সন্তান বাবু মিয়ার স্ত্রী ববিতা (২৮)। নিহতের সুয়াইবা চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পূর্ব পাশে গাছের নিচে ববিতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষ খাওয়ার আলামত দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে ববিতার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিলো। মান অভিমান এর জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। ঘটনার পর নিহতের স্বামী বাবু মিয়া কে খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় নিহতের পরিবারের স্বজন তমিজউদ্দিন শ্রীপুর মডেল থানায় একটি অপমৃত্যুর সংবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তিতে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Post Views:
২৭৫