এস এম জহিরুল ইসলাম গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলার টেপির বাড়ি পশ্চিম পাড়া এলাকার আকন্দ স্পিনিং মিলস লিমিটেড সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আলাউদ্দিনের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা শাহজাহান এর উপস্থাপনায় টুর্নামেন্ট উদ্বোধন করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক মোড়ল, আওয়ামী লীগ নেতা হায়দার আলী শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হোসাইন রিপন, মাওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন মাসুদ, শ্রমিকলীগ নেতা রুবেল আহমেদ, ফজলুল হক, কৃষকলীগ নেতা খায়রুল ইসলাম, আলামিন, ফরহাদ, হামিদ, তুহিন প্রমুখ।
Post Views:
৪৬৪