এস এম জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে বস্ত্র হিসেবে ছিন্নমূল মানুষদের গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গ্রাম কমিটির মাধ্যমে ২৭০টি কম্বল বিতরণ করেছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ১৭টি গ্রাম কমিটির মাধ্যমে অসহায় গরীব দুস্থ ছিন্নমূল মানুষদের একটি করে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার টেপির বাড়ি (ছাতির বাজার) আওয়ামী লীগ কার্যালয়ে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুরুল হক মোড়ল, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শ্রমিক লীগ নেতা ফজলুল হক, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন মাস্টারসহ তেলিহাটি ইউনিয়ন গ্রাম কমিটির সকল সভাপতি ও সম্পাদক।
Post Views:
৬৬১