এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল তিনটায় বৃহৎ পরিবেশে দোয়া মাহফিল ও গণভোজ এর আয়োজন করা হয়।
তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবুলের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল সরকার, যুবলীগ নেতা রুহুল কিস, শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সবুজ), উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলেমান হক রিপন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল সরকার সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আইনজীবী মো. রহমত আলী ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ ও ২০১৪ সালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন রহমত আলী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
Post Views:
১৭০