এস এম জহিরুল ইসলাম গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ করোনা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। স্মার্ট ম্যাট্রিক্স লিমিটেড নামক আন্তর্জাতিক সংস্থায় ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ইমতিয়াজ শাওনের আবেদনের প্রেক্ষিতে প্রায় এক লাখ বিশ হাজার টাকা মূল্যের পালস অক্সিমিটার, এন্টিভাইরাল, ওষুধ ও ইঞ্জেকশন সহ বিভিন্ন মেডিসিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শফিকের হাতে গত (২৯ জুলাই) বেলা ১১টায় হস্তান্তর করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার শফিক বলেন, মহামারী করোনা ভাইরাসের দুঃসময়ে আমরা অনেক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি। বর্তমানে আমাদের হাসপাতলে করোনাসহ অন্যান্য রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হতদরিদ্র রোগীদের ক্ষেত্রে এমনটাও জানান ওই চিকিৎসক।
ডাক্তার ইমতিয়াজ শাওন বলেন, আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ওষুধগুলো আবেদনের প্রেক্ষিতে পেয়েছি। তাই আমার নিজ এলাকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধগুলো হস্তান্তর করে দিয়েছি। আগামী দিন আমি চেষ্টা করব বিভিন্ন সংস্থা থেকে বিনামূল্যে ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সেবার সামগ্রী হস্তান্তর করার জন্য।
Post Views:
৬৩৪