আগামী ১৬ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন।শ্রীপুর পৌরসভার উজিলাব, কেওয়া এলাকা ৬নং ওয়ার্ড এর আওতাধীন। এ এলাকায় শেষ সময় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইদুল জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তিনি গাজর প্রতীক নিয়ে পূর্বের মত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও জনসংযোগ করেন বিভিন্ন এলাকায়।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গাজর প্রতীক নিয়ে ভোট চাওয়ার পাশাপাশি পৌরসভা নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার জানাচ্ছেন তিনি। এছাড়াও তিনি জানান, একটি আধুনিক ওয়ার্ড এলাকাবাসীকে উপহার দিতে চাই। এলাকার মানুষের মনোনীত প্রার্থী আমি, আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠান,মাদ্রাসা,মসজিদসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করব প্রত্যেকটা কাজ, এটাই আমার ইশতেহার।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ গ্রাম উজিলাব। এ গ্রামে অনেক উন্নয়ন হওয়ার কথা থাকলেও উন্নয়নের তেমন ছোঁয়া পড়েনি। উজিলাব থেকে একক প্রার্থী সাইদুল। এলাকার বিভিন্ন রাস্তা ঘাট টেন্ডার হলেও দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোর বেহাল দশা। আমরা চাই পরিবর্তন। সৎ যোগ্য আদর্শবান ব্যক্তিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এমন ব্যক্ত করেন ভোটাররা।
Post Views:
২৩০