মানিক মিয়া, সদর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা মোল্লাপাড়া গ্রামে মাদ্রাসা দারুল কুরআন ওয়াস্ সুন্নাহ্ ও জামে মসজিদ এর যৌথ উদ্যোগে পবিত্র কুরআন শরীফ হিফজ্ সমাপনকারী ছাত্রদের পাগরী প্রদান ও কৃতি ছাত্রদের পুরস্কার বিতরন উপলক্ষে ১৩ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার শিরিরচালা মোল্লাপাড়া এলাকায় মাদ্রাসা দারুল কুরআন ওয়াস্ সুন্নাহ্ মাদ্রাসা সংলগ্ন মাঠে এই ওয়াজ মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাসছিরে কোরআন আলহাজ্ব মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী কেরানীগঞ্জ ঢাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. রিয়াজউদ্দিন রিয়াজ, ভাইস চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ এবং মোহাম্মদ শফিকুল ইসলাম মেম্বার।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান যুক্তিবাদী শ্রীপুরী, হাফেজ মাওলানা মুক্তার হোসেন শ্রীপুরী, হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী।
মাদ্রাসার সেক্রেটারি এবং দাতা পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার মোরশেদ আলম এর ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে ওয়াজ মাহফিল টি পরিচালনা করেন।
অত্র ওয়াজ মাহফিল পরিচালনায় মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন। এছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করেন অত্র এলাকার কাউসার, নজরুল, রফিকুল, খোরশেদ আলম, কালামসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ এলাকার গণ্যমান্য দ্বীনদার ব্যক্তিবর্গ গন।
Post Views:
১৭৭