এস এম জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া এলাকায় সবুজছায়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এক মাদক বিরোধী ফুটবল ফাইনাল ফুটবল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে টেপিবাড়ি পশ্চিম পাড়া এলাকার এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরের সভাপতিত্বে আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রামের সিনিয়র এএসপি শফিকুল ইসলাম মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, আবুল হোসাইন রিপন, সংগঠনের সভাপতি রুহুল আমিন আরেফিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, আতিকুল ইসলাম প্রমুখ।
Post Views:
৫৯০