নিউজ ডেক্সঃশ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের বিধবা নারী তহুরা খাতুন।স্বামীকে হারিয়েছেন বহু বছর আগেই। দীর্ঘ ১০ বছর যাবৎ নাকের ওপরে ঘা হয়েছ।প্রথমে অল্প হলেও এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে।চিকিৎসা করে সুস্থ হতে প্রায় ১ লক্ষ টাকা লাগবে। মহিলার চিকিৎসার দায়িত্ব নেয় শ্রীপুরে আলোচিত শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন।এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেন বলেন, আলোর দিশারী বরাবরই শিক্ষা, সমাজ,ধর্ম ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।বিধবা তহুরা খাতুনের অসুস্থতাজনিত বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমার নজরে আসে এবং এ বিষয়ে আমাদের সংগঠনের কয়েকজন উপদেষ্টা ও সদস্যদের সাথে পরামর্শ করি।তারা সকলেই পাশে দাঁড়ানোর মতো মনোভাব পোষণ করেন।আমরা খুব শীঘ্রই উনার চিকিৎসার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবো।সমাজের সকল বিত্তবান ও মানবিক মানুষকে আমাদের সাথে শামিল হওয়ার অনুরোধ জানাবো যাতে মহিলাটি খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
Post Views:
২৭৮